বইপড়া-অনুষ্টুপ-২০২১

রহস্য রোমাঞ্চ জঁরের ভক্ত সমস্ত পাঠকের কাছেই ‘বৃশ্চিক’ বার্ষিক সংকলনটি বিশেষভাবে আদৃত। আমিও প্রথম সংখ্যা থেকেই এটির বিশেষ ভক্ত।
বৃশ্চিক-৪ হস্তগত হয়েছিল বেশ কিছুকাল আগে। পড়েও ফেলেছি এক এক করে, সেও বেশ কিছুকাল হয়ে গেল। কাজের চাপে পাঠ-অভিজ্ঞতার কথা লেখা হয়নি আগে।
বইটিতে মোট ষোলোটি গল্প আছে। প্রতি গল্প ধরে ধরে বিশদে যেতে পারব না, সে সময় নেই। সংক্ষেপে যে গল্পগুলি মনে দাগ কেটেছে সেগুলোর কথা বলি বরং।
অদিতি সরকারের “ক্ষুধা” – অদিতি অত্যন্ত পরিণত লেখক তা ওঁর “পূর্ণিমা” গল্পটি পড়লেই বোঝা যায়। এই গল্পটিতেও সুলেখনীতে একদম মাপা রহস্য, আতঙ্ক ও উত্তেজনা ভরে দিয়েছেন লেখক। খুব ভালো লেগেছে।
অনিরুদ্ধ সাউ-এর “ফাঁদ” – আমার মতে এ সংকলনের সেরা গল্প। যেমন চমৎকার রহস্য নির্মাণ, যেমন চমৎকার জটিলতার মোচড়, তেমনই তরতরে ভাষায় বলিষ্ঠ চলন।
কৌশিক রায়-এর ‘আজ নীল রঙে মিশে গেছে লাল’ – খুব প্রেডিক্টেবল প্লট হলেও লেখার গুণে গল্পটি মন কেড়েছে।
পিয়া সরকারের ‘সস্তার ঘর’ – জটিল,মনস্তাত্ত্বিক, ভৌতিক – সব মিলিয়ে বেশ মনোযোগ দাবি করে প্লট। পিয়ার লেখার হাতটি সুন্দর।
ঋজু গাঙ্গুলীর অনুবাদে “বেহুলা” – মূল গল্প যে কী হাড় হিম করা, তা নিখুঁত ধরা পড়েছে অনুবাদে। রহস্য ও রোমাঞ্চের সঙ্গে এই একটি গল্পে ছড়ি ঘুরিয়েছে ভয়, নিখাদ ভয়।
ত্রিদিবেন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায়ের ‘ফান্’ – প্রাপ্তমনস্ক এবং পরিচ্ছন্ন, সুন্দর রহস্য গল্প।
দোলা দাসের “আসমান জমিন” – খুব ইন্টারেস্টিং প্লট। দেশভাগ ও ভৌতিক আবহে ব্যালান্স করে দুর্দান্ত এগোচ্ছিল গল্প। শেষে এসে একটু যেন দুর্বল হয়ে গেল – না হলে হয়তো এইটিকেই সেরা বলতুম!
দিব্যি লেগেছে বৈশালী দাশগুপ্ত নন্দীর ‘জন্মাষ্টমী’, পল্লবী সেনগুপ্তর ‘তিন সত্যি’, ইপ্সিতা মজুমদারের ‘রূপালী রক্ত’ এবং অদ্রিজা ব্যানার্জীর ‘প্রতিবিম্ব’।
এছাড়া তমোঘ্ন নস্করের ‘ধাঁধা’, মোহনা দেবরায়ের ‘যদিও স্বপ্ন’, কৌশিক সামন্তের ‘চাবি’ এবং যূথিকা আচার্য্যের “বাঁশি’ যথাযথ।
(ও হ্যাঁ, অনুষ্টুপ শেঠ নামে এক লেখকের ‘প্রতিশোধ’ নামে একটা গল্পও আছে এ বইতে, সে আর আমি পড়িনি। আপনারা কেউ পড়লে বলবেন তো কেমন!)
সব মিলিয়ে রীতিমতো উপভোগ্য এক সংকলন। বইটির মুদ্রণ ও বিন্যাস ভারি সুন্দর, চোখের পক্ষে খুবই আরামদায়ক। প্রতিবারের মতো এবারেও অর্ক পৈতণ্ডীর অলংকরণ এ বইয়ের সম্পদ। তবে এবারের প্রচ্ছদ আমার আগের মতো ভালো লাগেনি, সেই মিনিমালিস্ট ধাঁচে গায়ে কাঁটা দেওয়ানো অনন্য ব্যাপারটা একেবারেই পেলুম না।
হাতে পেলে, অবশ্যই পড়ে ফেলুন। এর আগের তিন খণ্ডও সুযোগ পেলে পড়বেন।
—
বই – বৃশ্চিক-৪ (একটি রহস্য রোমাঞ্চ কাহিনি সংকলন)
সম্পাদক – ঋজু গাঙ্গুলী
প্রকাশক – অরণ্যমন
মুদ্রিত মূল্য – ৩২৫/-