লিখেছেন Udayadittya Shome দা।
#পুরানোকথন
চার বছর আগের সিপিয়া-রঙা ফেসবুক-স্মৃতি, গুলজারসাহেবের ‘নেগলেক্টেড পোয়েমস’-এর পায়ে পায়ে।
।। দো পরিন্দে …।।
টুকড়া ইক ধুপ কা জিস খিড়কী সে আয়া থা, উসী খিড়কী সে ওয়াপস জাকর
কাঞ্চ পে ঠহর গয়া …
মূড় কে ফির জায়জা কমরে কা লিয়া
অওর আহিস্তা সে জাকর
লাঁন মেঁ সহমে হুয়ে এক পরিন্দে কী তরহ ব্যয়ঠ গয়া
ইক ঝপট্টে হী মেঁ, শাম উসকো উঠা কর
আম কে পেড় পে জা ব্যয়ঠী, উসে নোচ দিয়া
বালো-পর ধুপ কে উস পেড় সে ফির, দের তলক গিরতে রহে!!
*
।। ২৯ ।।
যে পথে সে আসে, সে পথেই যায় ফিরে।
জানলার কাঁচে থমকে দাঁড়ায়। ঘুরে
দেখে নেয় ফেলে-আসা ঘরদোর,
ঈষৎচকিত ভীরু কবুতর—
শেষ বিকেলের রোদ, বেলা আসে পড়ে।
বাজ-ঝাপটায় সন্ধে উড়িয়ে তাকে
নিয়ে বসে বাজে-পোড়া গাছটির শাখে।
ক্রুদ্ধ ঠোকরে ছেঁড়ে অনায়াসে,
রক্ত-পালক ওড়ায় আকাশে।
শেষ-সূর্যের কুচি বিঁধে থাকে নখে।
*
This is an original work inspired by poetry of Gulzar, not aimed to infringe on copyright of his original work, and bears no commercial intent.


















































































































































































































































Leave a Comment