লিখেছেন Udayadittya Shome.
#অনুবাদ_নয়
ফেসবুক ফিরিয়ে দিল, গত বছরের লেখা। খুব প্রিয় লেখা আমার নিজের।
গুলজারসাহেবের Selected Poems থেকে।
।। বাঁঝ ।।
কোই চিঙ্গারী নহী জলতী কহীঁ ঠণ্ডে বদন মেঁ
সাঁস কে টুটে হুয়ে তাগে লটকতে হ্যায় গলে সে
বুলবুলে পানী কে অটকে হুয়ে বর্ফাব লহু মেঁ
নীন্দ পথরাই হুই আঁখো পে বস রখী হুই হ্যায়
রাত বেহিস হ্যায়, মেরে পহলু মেঁ লকড়ী-সী পড়ী হ্যায়
কোই চিঙ্গারী নহী জলতী কহীঁ ঠণ্ডে বদন মেঁ
বাঁঝ হোগী উও কোই, জিসনে মুঝে জন্ম দিয়া হ্যায়
*
।। ১৪ ।।
এই শীতল শরীরে আর আগুনরেখা জ্বলে না কোনো।
ছিন্ন শ্বাস, জীর্ণ উপবীতের মতো থাকে জড়ানো।
জমাট বাঁধে ধমনী-জোড়া রক্তপাত।
পাথর-চোখে ঘুম আসে না। তরুণী রাত
সঙ্গে জাগে অনিচ্ছায়, শয্যাঋণ শুধতে যেন।
এই ঊষর শরীরে কোনো আগুনরেখা জ্বলে না আর।
যে গর্ভ-প্রসূত আমি, সে বুঝি কোনো বন্ধ্যা মা’র।
#গুলজারনামা_selected_poems


















































































































































































































































Leave a Comment