#দেশের_মাটি
“সেই থেকে ঘুরে বেড়াই, এমন মেঘ-দুপুরে, চৈত্রান্তে চড়ক-অপরাহ্নের দিকে তাকিয়ে আনমনে ভাবি, কোথায় যেন কেউ ডাকছে আমায়, যেতে হবে, যেতে হবে! বেলা পড়ে এল, এবার বাক্স-প্যাঁটরা গুছিয়ে ওই কলুদের খোড়ো চাল পার হয়ে, দিঘির পৈঠায় জলে লেখা মানুষের আখ্যান পার হয়ে চলে যেতে হবে, কে যেন ডাকছে, বাতাসে এখন শুধুই ফুলের গন্ধ!
বাতাসে ফুলের গন্ধ!”
– সায়ন্তন ঠাকুর













Leave a Comment