“পাখিধর্ম পালন করেছ
জলে ডোবা নাম থেকে অক্ষরের মীনস্রোত এসে
তোমাকে শেখাল
ক্ষুধাটির উপশম হয়।
উপশম ভালো।
যতটা ক্ষুধার সত্য, ততটা আকাশ।
পাখি, ও শিকারিপাখি, তোমার উড়াল থেকে
শ্রান্তি খসে পড়ে গেল জলে…
মীনগন্ধে মেতেছে বাতাস
পুনরায়, ক্ষুধাটির গূঢ় উপশম দেবে বলে।”
– পূর্বা মুখোপাধ্যায়


















































































































































































































































Leave a Comment