#দেশের_মাটি
এই নিরিবিলি অরণ্য, এই শান্ত জলরাশি কোথাকার আমি জানি না। হয়তো বাংলার কোনো ঝিলের কোলে এমন ছবি দেখেছিলুম, কিংবা পশ্চিমঘাটের পাদদেশে কোনো হ্রদকে বেষ্টন করা নিবিড় সবুজ আজ ফিরে এল স্মৃতিতে, কিংবা হয়তো এ দৃশ্য উঠে এল মধ্যপ্রদেশের নর্মদাতীর থেকে।













Leave a Comment