মগ্নযাপন – ৫
যে কথা বলে যায় আঙুলে জড়ানো মায়া, সেগুলি বাসা বাঁধে বুকের বাঁ-য়ে ঠিক। যদিও আমূল ভেজা সে কথা যাতনায় নৌকো তবু তারা ভাসাল দিকবিদিক।
উদাসী বেলা পড়ে, বাসাটি শান্ত ঘুমে…