
উত্তরবঙ্গ ডিসেম্বর, ২২ (কালিম্পং-পেডং-মুন্সং-দার্জিলিং) – পর্ব ৩ দিন ২ (২৫ ডিসেম্বর, ২০২২) – আগের পর্বের পর থেকে ——————————————————————- আজমল খুব পাকা হাতের ড্রাইভার। গাড়ি চালায় যেন মাখনের মধ্যে ছুরি চলছে, ঝাঁকুনি লাগে না বললেই চলে। তবে ছেলেটি যে আরও কী, সে পরিচয় পরে পেয়েছিলুম। আপাতত আমরা চললুম জলপ্রপাত দেখতে। কোথায় কোথায় যাব, তা আঙ্কল,…