আমি বেজায় সাবধানী মানুষ। বেসিকালি ভীতু বললেই ঠিক হয়। কক্ষনো দৌড়ে চলন্ত বাসে উঠিনা (হে হে, এই বপু নিয়ে?), বসের মুখে মুখে তক্কো করিনা (আমার বাপু চিরকাল বেশ প্রেমময় বস জোটে, আর এখনকারটি তো সদাহাস্যময়), জন্তুজানোয়ার পোকামাকড়দের সমঝে চলি (সেই শিশুকালে শুঁয়োপোকা খেতে চেষ্টা করার পর থেকে), খাবার আগে ভালো করে হাত ধুই (কাঁটা চামচে…