June 29, 2021
লোকে বলে, সাইকেল শিখতে হলে নাকি আছাড় খাওয়া বাধ্যতামূলক। আমার মত ডাকসাইটে “খেকো” মানুষ অবশ্য শুধু আছাড়েই সীমাবদ্ধ রাখতে পারেনি নিজেকে। সে এক অসম্ভব, ভয়ংকর, অবিশ্বাস্য কাণ্ডকারখানার স্মৃতি। বলব নাকি? সেসব দিনগুলোর কথা মনে পড়লে আমার চেয়েও বেশি মজা পাবেন বোধহয় আমার পিসেমশাই। খুলে কই। ইস্কুলে পড়ি তখন। সেভেন এইট কিছু একটা হবে। পিসির বাড়ি…