কুমাই-চারখোল-তাকদা ভ্রমণ—পর্ব-৩ ২২ মে, ২০২২, রবিবার ঘুম ভাঙল ভোর পাঁচটা। ফুলুরির দেওয়া অভ্যাস যাবে কই! উঠেই যখন পড়েছি, আর বসে কী হবে—ভেবে তৈরি হয়ে বেরিয়ে পড়লুম হাঁটতে। এবার নিচের দিকের রাস্তায়। পাহাড়। মেঘ। কোমরে মেঘ জড়ানো পাহাড়। মেঘ ফুটো করে উঁকি দেওয়া পাহাড়। রাস্তার ধারে হরেক নাম না জানা গাছ। বাঁশের কচি ঝাড়। পাখির…