স্বগত উচ্চারণ : অনুষ্টুপ শেঠ || ১ || কিছু যন্ত্রণারা অন্ধের ভোরের আলো ছোঁয়ার আকুতির মতো অসহায়, তীব্র এবং মুখ ফুটে বলে ফেললে বড়ো হাস্যকর… || ২ || দুপুরের ঝলসানো আলোর মধ্যে কিছু না বলা কথা পুড়ে যায়। সে ছাই কুড়িয়ে পাঁজরকুঠুরিতে রাখে যে সে অন্ধ। জন্মান্ধ। || ৩ || নিতান্ত একা না হলে কেউ…