November 25, 2021

সিকিম, পর্ব ১০   ১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, বোরং দেখে রেখেছিলুম কালকেই। এদের একটা উঁচু ছাত মত জায়গা আছে, যাতে জলের ট্যাঙ্ক রাখা। ঘর থেকে বেরিয়ে, রাস্তা দিয়ে একটু বাঁদিক দিয়ে গিয়ে সিঁড়ি গোছের ব্যবস্থাও আছে সেখানে চড়ার। সক্কাল সক্কাল অ্যালার্ম দিয়ে উঠে, সোয়েটাল মাফলার কোট টুপি সব এঁটে, মোবাইল বাগিয়ে, এখান ধরে, সেখানে লাফ…

November 6, 2021

সিকিম, পর্ব-৫   সারাদিন ধরে পেলিং-এর ধারেকাছে এত রকম দেখেশুনে বেশ একটা ভরপুর আনন্দ মনে জমে উঠেছিল, বুঝলেন। এর পরেও যে আরও কিছু স্পেশাল বাকি আছে, সে একটুও আঁচ করতে পারিনি। চন্দ্র যখন বলল আজ আরও একটা মনাস্ট্রি যাব, সেটা কী  জিজ্ঞাসা করতেও ভুলেছি, সে-ও মনে হয় ইচ্ছে করেই বলেনি। একদম মনাস্ট্রির সামনে গাড়ি থামিয়ে…

October 31, 2021

সিকিম, পর্ব – ৪   ১১ অক্টোবর, ২০২১   ভোরসকালে উঠে দেখি তখনও মেঘ। মনের দুঃখে আবার শুয়ে পড়েছি, ঘুম ভাঙল মায়ের ধাক্কায়। “ওঠ ওঠ” বলতেই বুঝে নিয়েছি কী হয়েছে, তড়াক করে উঠে বসেই দেখি চোখের সামনে সেই অপূর্ব দৃশ্য। তবে কিনা, সোনা নয়, ঝকঝকে সাদা এখন। স্বাভাবিক, ছটা বাজে। কতক্ষণ হাঁ করে বসে বসে…

October 23, 2021

সিকিম, পর্ব – ১   শরৎকালে আকাশে সেই পেঁজা তুলো মাখা ঝকঝকে নীল দেখা দিল কি দিল না, মন বলে ‘চল!’ যখন প্রবাসে ছিলুম, তখন ঘর টানত, কিন্তু আসা হত না। বেড়ানোও হত না। এখন ঘরে বসে সেই কতকাল হয়ে গেল… এবার প্রায় অস্থির হয়েই ঠিক করলুম, যাই। কোথায়? কোথায় আবার! পাহাড়। উমার ঘরগেরস্থির আলয়,…