সিকিম, পর্ব – ৪ ১১ অক্টোবর, ২০২১ ভোরসকালে উঠে দেখি তখনও মেঘ। মনের দুঃখে আবার শুয়ে পড়েছি, ঘুম ভাঙল মায়ের ধাক্কায়। “ওঠ ওঠ” বলতেই বুঝে নিয়েছি কী হয়েছে, তড়াক করে উঠে বসেই দেখি চোখের সামনে সেই অপূর্ব দৃশ্য। তবে কিনা, সোনা নয়, ঝকঝকে সাদা এখন। স্বাভাবিক, ছটা বাজে। কতক্ষণ হাঁ করে বসে বসে…